মা হচ্ছেন নাবিলা

০৩ এপ্রিল ২০২১

প্রথমবারের মতো মা হতে যাচ্ছেন ‘আয়নাবাজি’খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। ১ এপ্রিল নিজেই খবরটি জানালেন এ তারকা। স্বামী জোবাইদুল হককে সঙ্গে নিয়ে বেবি বাম্পের একটি স্থিরচিত্রও প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

নাবিলা বলেন, ‘এপ্রিলটা আমার জন্য বিশেষ মাস। এই এপ্রিলেই সবাইকে জানাতে চাই, আমাদের ঘরে আসছে নতুন অতিথি। আর সে আসবে জুলাইয়ে। সবাই নিরাপদ ও দূরত্ব মেনে চলুন।’

সন্তান প্রসঙ্গে এই তারকা বলেন, ‘ছেলে না মেয়ে হবে- এ বিষয়টি আমরা এখনও পরীক্ষা করাইনি। আমার স্বামী চাচ্ছেন, এটি আমাদের জন্য সারপ্রাইজ হিসেবে থাক।’


মন্তব্য
জেলার খবর