প্রশংসায় ভাসছেন তিশা

০৩ এপ্রিল ২০২১

অভিনেত্রী তানজিন তিশা হাজির হলেন ভিন্নতা নিয়ে। একেবারে নতুন চরিত্রে নতুন সৌন্দর্যে আবির্ভাব। স্বভাবতই আলাদা করে নজর কেড়েছেন তিনি।

লুতুপুত প্রেমের রোমান্টিক সংলাপে বন্দী হওয়া সাম্প্রতিক প্রধান নারী চরিত্রগুলোর জন্য এক নির্মাণে তিশার ৭টি চরিত্র একটি চ্যালেঞ্জও বটে। বৈচিত্রতা নিয়ে তিশা হাজির হয়েছেন নারী দিবস উপলক্ষে নির্মিত একটি ওভিসিতে।


মন্তব্য
জেলার খবর