বিক্রি হচ্ছে ট্রাম্পের মূর্তি!

০৩ এপ্রিল ২০২১

মজার ছলেই ট্রাম্পের ধ্যানে বসা মূর্তি বানিয়েছিলেন চীনের মিস্ত্রি হং জিনশি। সে মূর্তি বানিয়েই এখন এক প্রকার ভাইরাল। একের পর এক অর্ডার আসতে শুরু করেছে ট্রাম্পের গৌতম বুদ্ধ মূর্তির জন্য। 

 হং জিনশি চীনের ফুজিয়ান প্রদেশে বসবাস করেন। গত ৬ মাসে ট্রাম্পের ধ্যানে বসা মূর্তি বানিয়েছেন প্রায় ২৫০টি। বৌদ্ধ সন্ন্যাসীদের পরিধানে ধ্যানমগ্ন ট্রাম্প এখন রীতিমতো ভাইরাল। 

চীনসহ বহু দেশ থেকে ২০০শরও বেশি মূর্তির অর্ডার পেয়েছেন হং। ৬.৩ ইঞ্চি দীর্ঘ এই মূর্তির খরচ ৯৯৯ ইউয়ান মার্কিন ডলার। আর ৪৬ সেমি মূর্তির দাম প্রায় ২০ হাজার ইউয়ান।

আল জাজিরা


মন্তব্য
জেলার খবর