দেশে গত ২৪ ঘণ্টায় ছয় হাজার ৮৩০ জন করোনা রোগী শনাক্ত হযেছে। একই সময় মারা গেছেন করোনা আক্রান্ত ৫০ জন। আক্রান্তের এই সংখ্যা একদিনের হিসাবে এখন পর্যন্ত সর্বোচ্চ। গেল বছর ৮ মার্চ দেশে করোনা রোগী শনাক্তের পর এই সংখ্যা প্রথমবারের মতো ছয় হাজারের ঘর টপকায় বৃহস্পতিবার, ছয় হাজার ৪৬৯ জন।
শুক্রবার (২ এপ্রিল) সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর জানায়, নতুন শনাক্তসহ এখন পর্যন্ত করোনা রোগী পাওয়া গেছে ছয় লাখ ২৪ হাজার ৫৯৪ জন। এর মধ্যে মারা গেছেন ৯ হাজার ১৫৫ জন, সুস্থ হয়েছেন পাঁচ লাখ ৪৭ হাজার ৪১১ জন। এখন পর্যন্ত করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৭ লাখ ২৮ হাজার ১১৩টি। শনাক্তের হার ১৩ দশমিক ২১।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন দুই হাজার ৪৭৩ জন।নমুনা সংগৃহীত হয়েছে ৩০ হাজার ২৯৩টি, পরীক্ষা হয়েছে ২৯ হাজার ৩৩৯টি। শনাক্তের হার ২৩ দশমিক ২৮। মৃতদের মধ্যে পুরুষ ৪০ জন, নারী ১০ জন। বিভাগভিত্তিক ঢাকায় ৩৬ জন, চট্টগ্রামে সাত জন, খুলনায় তিন জন এবং রাজশাহী ও সিলেটে দুই জন করে আছেন। হাসপাতালে ৪৯ জন এবং বাড়িতে একজন মারা গেছেন।
এমকে