মা হতে চলেছেন দিয়া মির্জা

০৩ এপ্রিল ২০২১

মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। সমুদ্রঘেরা মালদ্বীপে মধুচন্দ্রিমায় গিয়ে ইন্সটাগ্রামে বেবি বাম্পের ছবি শেয়ার করে তিনি এ তথ্য জানিয়েছেন।

মালদ্বীপে সমুদ্র তীরে দাঁড়িয়ে বেবি বাম্পের ছবি পোস্ট করে দিয়া লিখেছেন, ‘আমি আশীর্বাদ ধন্য। এটা আশীর্বাদের মতো। জীবনের জন্ম।

যে জীবন নতুন আর এক জীবনের শুরু। সব গল্প, ঘুম পাড়ানি গান, নতুন অনুভূতি। আর এক আশা। আমার গর্ভে সব স্বপ্নের জন্ম!’


মন্তব্য
জেলার খবর