নির্বাচন কমিশন (ইসি) গঠন সংক্রান্ত আইন প্রণয়ন জাতির সঙ্গে সরকারের আরেকটি নাটক বলে মনে করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। বলেছেন, আওয়ামী লীগের অধীনে কোনও নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারে না। তাই এক্ষেত্রে আওয়ামী লীগ সরকারের পদত্যাগের কোনও বিকল্প নেই। শনিবার (২২ জানুয়ারি) রাজধানী ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভা ও স্মরণিকার মোড়ক উন্মোচন এমন মন্তব্য করেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন।
ড. খন্দকার মোশাররফ হোসেন জানান, আওয়ামী লীগের অধীনে বিএনপি কখনও কোনও নির্বাচনে যাবে না আর। আওয়ামী লীগ দেশের মানুষকে বিশ্বাস করে না। কারণ, অতীতে তাদেরকে লাল কার্ড দেখিয়েছে জনগণ। এ কারণে ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচন ২৯ ডিসেম্বর রাতেই করেছে তারা। এখন চারদিক থেকে সরকারের বিরুদ্ধে ওয়ার্নিং দিচ্ছে। তিনি জানান, আওয়ামী লীগ সরকার ১২ বছর ধরে গুম-খুন ও মানবাধিকার লঙ্ঘন করে চলেছে। বার বার গণতন্ত্র হত্যা করেছে। কিন্তু, বিএনপি বার বার গণতন্ত্র পুনরুদ্ধার করেছে। এগুলোই ইতিহাস। দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান বিএনপির এ নেতা।
সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। বক্তব্য দেন- বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের আহবায়ক মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ও দৈনিক দিনকাল সম্পাদক ড. রেজোয়ান সিদ্দিকী প্রমুখ।
এমকে