মন্তব্য
সৌদি আরবে মসজিদুল হারামে দাঁড়িয়ে সন্ত্রাসী গোষ্ঠীর সমর্থনে স্লোগান দেওয়া এক সশস্ত্র ব্যক্তিকে আটক করা হয়েছে। ৩০ মার্চ আসর নামাজের পর ওই ব্যক্তি ছুরি ঘুরিয়ে ঘুরিয়ে উগ্রবাদী স্লোগান দিচ্ছিলেন।
মক্কা পুলিশের মুখপাত্র জানিয়েছে, মসজিদের দ্বিতীয় তলায় ছুরি হাতে এক ব্যক্তিকে শনাক্ত করা হয়। পরে ঘটনাস্থল থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে আটক করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরব নিউজ