মন্তব্য
ক্যানসারে আক্রান্ত হয়েছেন বিজেপি সাংসদ ও প্রবীণ বলিউড অভিনেত্রী কিরণ খের।
ব্লাড ক্যানসার ধরা পড়েছে তার শরীরে। বিষয়টি নিশ্চিত করেছেন তারই জীবনসঙ্গী ও অভিনেতা অনুপম খের।
অনুপম খের টুইট করে সবাইকে জানান, ‘কিরণ একজন যোদ্ধা। জীবনের কঠিন পরিস্থিতি আগেও মোকাবিলা করেছেন। আমি জানি এবারও ও জিতে ফিরবে।’