মন্তব্য
পর্যটকদের জন্য সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। শুক্রবার (২ এপ্রিল)
থেকে ১৫ এপ্রিল পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। উদ্ভূত করোনা পরিস্থিতিতে এই
নিষেধাজ্ঞা জারি করেছে বনবিভাগ।
খুলনা সার্কেলের বন সংরক্ষক মো. মঈনুদ্দিন খান স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন,
মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৫ এপ্রিল পর্যন্ত সুন্দরবনের পর্যটন স্পটগুলো বন্ধ থাকবে।
সুন্দরবন পূর্ব ও পশ্চিম জোন মিলিয়ে সাতটি পর্যটন স্পট রয়েছে। এগুলো সবই শুক্রবার থেকে
বন্ধ থাকছে। তিনি আরও জানান, প্রতিবছর দেশি-বিদেশি প্রায় দুই লাখ পর্যটক সুন্দরবনে ঘুরতে
আসেন। নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত পর্যটনের মৌসুম, সেটি মার্চ পর্যন্ত গড়ায়।
এমকে