৩ সপ্তাহে ২৪ হাজার কোটির বেশি টাকা হাতছাড়া

০৩ এপ্রিল ২০২১

টানা তিন সপ্তাহের দরপতনে শেয়ার বাজারে বিনিয়োগকারীদের হাতছাড়া হয়ে গেছে ২৪ হাজার
১৭৪ কোটি টাকা। সংশ্লিষ্টরা মনে করছেন করোনা আর রাজনৈতিক ইস্যুতে রাজপথ
গরম থাকার প্রভাবে দরপতনের কবল থেকে বের হতে পারছে না শেয়ারবাজার।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য বলছে, গত সপ্তাহে চার কার্যদিবসের মধ্যে দুই কার্যদিবসেই
দরপতন হয়। এর মধ্যে এক কার্যদিবসে ভয়াবহ ধস নামে, ফলে বড় অঙ্কের অর্থ হারিয়েছেন
বিনিয়োগকারীরা। সেইসঙ্গে বড় পতন হয়েছে মূল্যসূচকের, কমেছে লেনদেনের পরিমাণও।
সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৪ লাখ ৫৮ হাজার ৬৮০ কোটি
টাকা। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এর পরিমাণ ছিল ৪ লাখ ৬৩ হাজার ৩৯৪ কোটি
টাকা। সেই হিসাবে এক সপ্তাহে বাজার মূলধন কমেছে ৪ হাজার ৭১৪ কোটি টাকা।
গত সপ্তাহজুড়ে প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৫৬ দশমিক ৬৯ পয়েন্ট, আগের দুই সপ্তাহে
কমেছিল ১০৭ দশমিক ৪৮ ও ১৩৪ দশমিক ১৬ পয়েন্ট। সেই হিসাবে তিন সপ্তাহে কমেছে ২৯৮
দশমিক ৩৩ পয়েন্ট। গত সপ্তাহজুড়ে ডিএসই-৩০ সূচক কমেছে ৩৭ দশমিক ৬০ পয়েন্ট।
আগের দুই সপ্তাহে কমেছিল ৫২ দশমিক ৯৯ ও ৮০ দশমিক ৭৮ পয়েন্ট। ডিএসই শরিয়াহ্ সূচক
গত সপ্তাহজুড়ে কমেছে ১৫ দশমিক ১৫ পয়েন্ট। আগের দুই সপ্তাহে কমেছিল ২৯ দশমিক ৯৯ ও
১৮ দশমিক শূন্য ৯ পয়েন্ট।
সবকটি মূল্যসূচকের পতনের পাশাপাশি গত সপ্তাহে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ
প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। দাম বেড়েছে ৯১টির, কমেছে ১২৩টির আর
অপরিবর্তিত রয়েছে ১৫৭টির । লেনদেন হয়েছে ২ হাজার ২৮ কোটি ৮১ লাখ টাকা। আগের
সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ৪ কোটি ৮৪ লাখ টাকা। সেই হিসাবে লেনদেন কমেছে ৭৬
কোটি ৩ লাখ টাকা।
এমকে


মন্তব্য
জেলার খবর