বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই অনির্বাচিত সরকার তার
বেআইনি ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার লক্ষ্যে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহারের মাধ্যমে গণতন্ত্রের সব
মূল্যবোধকে ধ্বংস করে একদলীয় রাষ্ট্র প্রতিষ্ঠার হীন চক্রান্ত করছে। একইসঙ্গে দেশের প্রধান
বিরোধী দল বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য আবারও মিথ্যা প্রচারণা, মিথ্যা মামলা ও
গ্রেফতারের পথ বেছে নিয়েছে। শুক্রবার (২ এপ্রিল) অনলাইনে সংবাদ সম্মেলনে এসব কথা
বলেন।
মির্জা ফখরুল আরও বলেন, হেফাজতের আন্দোলন ঘিরে গত কয়েকদিনের সরকারি বাহিনী ও
পুলিশ কর্তৃক হত্যা,আওয়ামী এজেন্টদের দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের
ঘটনা ঘটানো হয়েছে। সারা দেশে আওয়ামী সন্ত্রাস সৃষ্টির জন্য অডিও নাটক সাজিয়ে বিএনপি
নেত্রী নিপুন রায় চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। রিমান্ডে নেওয়া ও সারা দেশে পুনরায় হাজার
হাজার অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদের হয়রানি করার হীন
পরিকল্পনা করছে।
এই ঘটনায় বিএনপি মহাসচিব মনে করছেন- মূল লক্ষ্যই হচ্ছে বিরোধী দলকে পুনরায়
মামলা মোকদ্দমার বেড়াজালে আটকে গণতন্ত্র উদ্ধার, খালেদা জিয়ার মুক্তি, মতপ্রকাশের
অধিকার রক্ষার আন্দোলনকে ব্যাহত ও দমন করা।
ফখরুল আরও বলেন, করোনার সংক্রমণ মোকাবিলার কোনও কার্যকরী ব্যবস্থা নিতে সরকার
ব্যর্থ। নতজানু পররাষ্ট্রনীতির কারণে প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের অভিন্ন নদী পানির হিস্যা,
সীমান্তে বাংলাদেশি নাগরীক হত্যা, ভারসাম্য বাণিজ্য থেকে বাংলাদেশ পুরোপুরি বঞ্চিত হচ্ছে। এই
পরিপ্রেক্ষিতে এই অবৈধ সরকারকে অবিলম্বে পদত্যাগ করে, একটি নিরপেক্ষ সরকারের হাতে
ক্ষমতা হস্তান্তর করে, নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় জাতীয় সংসদ নির্বাচনের
আহবান জানায় বিএনপির এই নেতা।
এমকে