পঞ্চগড় সংবাদদাতা
পঞ্চগড়ের পশ্চিম মিঠাপুকুর এলাকায় কোঁচের আঘাতে জয়তুন বেগম (৫০) নামের এক নারী মারা গেছেন।শনিবার দুপুরে এই ঘটনা ঘটে।এলাকাবাসীর ভাষ্য আঘাতটি করেছে তারই ছেলে শহিদুল ইসলাম (৩৫), ছেলেটি মাদকাসক্ত। জয়তুন বেগম (৫০) ওই এলাকার বাসিন্দা আব্দুল মজিদের স্ত্রী। ঘটনার পর থেকে শহিদুল ইসলাম পলাতক।
স্থানীয়রা জানান, ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে কোঁচ নিয়ে পালিয়ে যায় শহিদুল ইসলাম। জয়তুন বেগমকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। পরে কর্তব্যরত চিকিৎসক রাকিবুল হাসান তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সময় তারা দু’জন ছাড়া বাড়িতে কেউ ছিল না।
স্থানীয়রা শহিদুল ইসলাম সম্পর্কে জানায়, মাদকের টাকা না পেলেই বাবা-মা’কে মারধর করতো সে। এজন্য পরিবারের লোকজন কয়েকবার তাকে পুলিশে সোপর্দ করেন। গত এক বছর ধরে মাদক মামলায় জেল হাজতেই ছিলো সে। গত মাস দুয়েক আগে বের হয়েই আবার শুরু করে মাদক সেবন। ধারণা করা হচ্ছে- মায়ের কাছে চেয়েও মাদক কেনার টাকা না পাওয়ায় সংক্ষুব্ধ হয়ে এই ঘটনা ঘটায় সে।
এদিকে খবর পেয়ে হাসপাতাল এবং ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এস. এম সফিকুল ইসলাম। তিনি জানান, এই ঘটনায় পঞ্চগড় সদর থানায় মামলার প্রস্তুতি চলছে। একই সাথে ভুক্তভোগীর ছেলেকে ধরতে পুলিশ কাজ করছে।
এএন/এমকে