মন্তব্য
মুক্তি পেয়েছে কঙ্গনা রানাউত অভিনীত বহুল প্রতিক্ষিত সিনেমা ‘থালাইভির’ গান ‘চালি চালি’।
সিনেমাটিতে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার বায়োপিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন কঙ্গনা।
সিনেমাটির পরিচালক এএল বিজয়।চালি চালি গানে জয়ললিতার লাস্যময়ী চরিত্রকে ফুঁটিয়ে তুলেছেন কঙ্গনা।