মন্তব্য
পাশ্চাত্যের পোশাকে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক ভিডিওতে উষ্ণতা ছড়ালেন গুণী অভিনেত্রী বিদ্যা বালান। ।
প্রথমে বাড়িতে ক্যাটওয়াকের মতো করে হাঁটেন সুন্দরী এ অভিনেত্রী। গায়ে ছিল বাসন্তী রঙ মাটি ছোঁয়া আনারকলি।
দেশিও পোশাকের পরই পাশ্চাত্যের পোশাকে আসেন তিনি। পান্না সবুজ শিমার স্লিট গাউনে খোলা ছিল তার বক্ষ বিভাজিকা।