‘‘আমাদের কেউ চ্যাম্পিয়ান করে দিয়েন না''

১১ জুন ২০১৭

বাংলাদেশ ক্রিকেটের প্রাণ ভোমরা বলা হয় তাঁকে। ১৬ বছরের বেশি সময় ধরে খেলে দেখে এসেছেন বাংলাদেশ ক্রিকেট উত্থান ও পতন। গত দুই বছর ধরে অধিনায়কত্বের দায়িত্ব পালন করে দলকে পৌঁছে দিয়েছেন অনন্য উচ্চতায়।

তার নেতৃত্বে গত বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে খেলেছে বাংলাদেশ দল। দুই বছরের মাথায় বিশ্বের সেরা আট দলের লড়াই চ্যাম্পিয়ান্স ট্রফির শেষ চারে জায়গা করে নিয়েছে মাশরাফির বাংলাদেশ। সাংবাদিক ও সমর্থকদের তিনি বলেন, ‘‘আমাদের কেউ চ্যাম্পিয়ান করে দিয়েন না'।

কার্ডিফ থেকে মাশরাফি অজিদের বিপক্ষে ইংল্যান্ডের জয়ের পর সাংবাদিকদের বলেছেন,‘সত্যি কথা বলতে, একজন প্লেয়ার হিসেবে অনেক গর্বিত অনুভব করছি। কারন বাংলাদেশ দলকে সব সময় এমন অবস্থানে দেখতে চেয়েছি। আমি আমার সিনিয়র ক্রিকেটার যারা ছিলেন, তাদের ধন্যবাদ জানাতে চাই।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা অনেক প্রতিকূল পরিবেশের সঙ্গে ইংল্যান্ডে খেলছি। একটা বৃষ্টি ছাড়া আমাদের আর কিছু অনুকুলে ছিল না। তবে বলতে হয় ওই একটা বৃষ্টিই আমাদের সেমিফাইনালে নিয়ে এসেছে। মাশরাফি বলেন, যোগ্যদল হিসেবে সেমিতে বাংলাদেশ, সেমির প্রতিপক্ষ নিয়ে ভাবছি না, আমরা আমাদের সেরা ক্রিকেটটা খেলতে চাই।

দেশ ও সমর্থকদের ধন্যবাদ জানিয়ে মাশরাফি বলেন, সমর্থকরা জয়-পরাজয়ে আমাদের সঙ্গে ছিল সেজন্য ধন্যবাদ জানাই। তবে আমাদের কেউ চ্যাম্পিয়ান করে দিয়ে না, আমরা যেটা পেয়েছি আলহাদুলিল্লাহ অনেক বড় এচিভমেন্ট। এখন আমাদের সামনে এগিয়ে যাওয়ার সময়। আমাদের জন্য বড় একটা সুযোগ। এর মানে এই না যে আমরা মেন্টালি পিছিয়ে আছি বা আমরা চিন্তা করছি না যে আমরা ওই ম্যাচটা জিততে পারব না। আমাদের জন্য সবকিছু ওপেন আছে।

বাংলাদেশ২৪অনলাইন/টিএম


মন্তব্য
জেলার খবর