মন্তব্য
চাটমোহর (পাবনা) প্রতিনিধি:
পাবনার চাটমোহরে সুপারি গাছ থেকে পড়ে আহত আ. মমিন নামের এক সুপারি ব্যবসায়ী মারা গেছেন। শনিবার (২২ জানুয়ারি) বিকালে রাজশাহী মেডিকল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তার আগে একই দিন দুপুরে সুপারি সংগ্রহে গাছটিতে ওঠেছিলেন তিনি।
আ.মমিন চাটমোহর পৌরসভার চৌধুরীপাড়া মহল্লার বাসিন্দা, শুকুর আলীর ছেলে। সূত্র জানায়, সুপারি গাছটি পাশ্ববর্তী সাহাপাড়ার জনৈক বাসিন্দার। পা ফসকে গেলে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা তাকে উপজেলার সরকারি হাসপাতালে নিয়ে যায়। অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসক। আ. মমিন বিভিন্ন ব্যক্তির গাছে থাকা সুপারি কিনে বিক্রি করতেন।
এমকে