মন্তব্য
নিয়ম অনুযায়ী মনোনয়নপত্র জমা দিয়েছেন টলিউডে এ প্রজন্মের চিত্রনায়িকা কৌশানী মুখার্জি। তার সঙ্গে সম্পদের পরিমাণ উল্লেখ করেছেন হলফনামায়।
তিনটি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে কৌশানীর নামে। ৬ লাখ ৫০ হাজার রুপির একটি ফিক্সড ডিপোজিটও আছে তার। সব মিলিয়ে ৬৩ লাখ ২১ হাজার ১১৩ রুপির মালিক এ অভিনেত্রী।
২ লাখ ৫২ হাজার রুপির সমমান স্বর্ণ রয়েছে কৌশানীর ঘরে। তিনি চড়েন ৩৬ লাখ রুপির মূল্যের একটি বিএমডব্লিউ গাড়িতে। ৮১ লাখ ২০ হাজার ৮৪৯ রুপি ব্যাংকঋণ আছে তার নামে।
জি নিউজ