কৌশানীর ব্যাংকঋণ ৮১ লাখ!

০৪ এপ্রিল ২০২১

নিয়ম অনুযায়ী মনোনয়নপত্র জমা দিয়েছেন টলিউডে এ প্রজন্মের চিত্রনায়িকা কৌশানী মুখার্জি। তার সঙ্গে সম্পদের পরিমাণ উল্লেখ করেছেন হলফনামায়। 

তিনটি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে কৌশানীর নামে। ৬ লাখ ৫০ হাজার রুপির একটি ফিক্সড ডিপোজিটও আছে তার। সব মিলিয়ে ৬৩ লাখ ২১ হাজার ১১৩ রুপির মালিক এ অভিনেত্রী।

২ লাখ ৫২ হাজার রুপির সমমান স্বর্ণ রয়েছে কৌশানীর ঘরে। তিনি চড়েন ৩৬ লাখ রুপির মূল্যের একটি বিএমডব্লিউ গাড়িতে। ৮১ লাখ ২০ হাজার ৮৪৯ রুপি ব্যাংকঋণ আছে তার নামে।

জি নিউজ


মন্তব্য
জেলার খবর