টি-টোয়েন্টিতে আর খেলতে চান না তামিম

২৩ জানুয়ারী ২০২২

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তামিম ইকবালের নিজে থেকে সরে যাওয়ায় ধারণা করা হয় এই ফরম্যাটে হয়তো আর খেলতে চান না। এ নিয়ে এতো দিনেও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি বাঁহাতি এই ওপেনার।

বাংলাদেশের সেরা ড্যাশিং ওপেনার তামিম ইকবাল খান। তিনি ক্রিকেটের টি-টোয়েন্টি ফরমেটে আর খেলতে চান না বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। শনিবার বিপিএলের ম্যাচ দেখতে এসে এ তথ্য জানান তিনি। বিসিবি সভাপতি বলেছেন, তামিম আমাকে জানিয়েছে সে আর এ ফরম্যাটে ফিরতে চান না।

 

চলতি বিপিএলে প্রথম দুই ম্যাচেই ফিফটি হাঁকিয়েছেন তামিম। প্রথম ম্যাচে ফিফটি ছুঁয়েছেন ৪১ বলে। শনিবার দ্বিতীয় ম্যাচে ফিফটি ছুঁয়েছেন ৪২ বলে। দুই ম্যাচেই ফিরেছেন ফিফটির পরপর, প্রথম ম্যাচে ৫০ এরপর দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে আউট হন ৫২ রানে। দুই ম্যাচেই হেরেছে তার দল মিনিস্টার ঢাকা।

 

পাপন বলেন, ‘‘তামিমকে আমি বলেছি তুমি আবার ফেরত আসো টি-টোয়েন্টিতে। এটা ছাড়বা কেন? তুমি আমাদের সেরা ওপেনার। অবশ্যই তোমার থাকা উচিৎ। কিন্তু ও আমাকে বলল, ‘পাপন ভাই আমাকে জোর কইরেন না। আপনি জোর করলে তো আমাকে আসতেই হবে। কিন্তু আমি আসলেই এই ফরম্যাটে খেলতে চাই না।’ এটা বলার পরে আমার মনে হয়েছে আর কিছু বলা উচিৎ না। ও যদি খেলতেই না চায় ওকে জোর করে খেলানোটা ঠিক না।’’

 

আরআই


মন্তব্য
জেলার খবর