করোনা: ২৪ ঘণ্টায় শনাক্ত ৫৬৮৩, মৃত্যু ৫৮

০৪ এপ্রিল ২০২১

দেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ হাজার ৬৮৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এই সময়ে করোনা আক্রান্ত ৫৮ জন মারা গেছেন, করোনা থেকে সুস্থ হয়েছেন দুই হাজার ৩৬৪ জন। শনিবার (৩ এপ্রিল)  সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এই তথ্য জানায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ছয় লাখ ৩০ হাজার ২৭৭ জনের। এর মধ্যে মারা গেছেন ৯ হাজার ২১৩ জন, সুস্থ হয়েছেন পাঁচ লাখ ৪৯ হাজার ৭৭৫ জন। এখন পর্যন্ত করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৪৭ লাখ ৫২ হাজার ৬৬১টি। শনাক্তের হার ১৩ দশমিক ২৬।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহ হয়েছে ২৪ হাজার ১০০টি, পরীক্ষা হয়েছে ২৪ হাজার ৫৪৮টি। শনাক্তের হার ২৩ দশমিক ১৫।  মারা যাওয়া ৫৮ জনের মধ্যে পুরুষ ৩৮ জন,  নারী ২০ জন। তাদের মধ্যে ঢাকা বিভাগে ৩৯ জন, চট্টগ্রামে ১২ জন, খুলনায় তিন জন, বরিশালে দুই জন এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগে একজন করে এবং সবাই হাসপাতালে মারা গেছেন।

 

এমকে


মন্তব্য
জেলার খবর