টিকাদান শুরুর দিন থেকে এখন পর্যন্ত সারা দেশে করোনার টিকা নিয়েছেন ৫৪ লাখ ৫২ হাজার ৬৩৪ জন। এদের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে ৯৩৭ জনের। শনিবার (৩ এপ্রিল) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।
৭ ফেব্রুয়ারি টিকাদান কর্মসুচি শুরু হয়।শুক্রবার ও সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন সকাল সাড়ে আটটা থেকে বেলা আড়াইটা পর্যন্ত করোনার টিকা দেওয়া হয় সরকারি হাসপাতালে।সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ও অন্য সরকারি ছুটির দিনে টিকা দেওয়া হয় না।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুসারে টিকাগ্রহীতাদের মধ্যে পুরুষ ৩৩ লাখ ৮৬ হাজার ৩৫৩ জন, নারী ২০ লাখ ৬৬ হাজার ২৮১ জন। বিভাগভিত্তিক টিকা নিয়েছেন ঢাকায় ১৬ লাখ ৮৪ হাজার ৫৩৩ জন, ময়মনসিংহে দুই লাখ ৬৭ হাজার ১১০ জন, চট্টগ্রামে ১০ লাখ ৯৯ হাজার ৫২৫ জন, রাজশাহীতে ছয় লাখ ২৩ হাজার ৪৬৭ জন, রংপুরে পাঁচ লাখ ৫৮ হাজার ৯৪৫ জন, খুলনায় ছয় লাখ ৯৯ হাজার ৮২৮ জন, বরিশালে দুই লাখ ৩৭ হাজার ২৪৭ জন ও সিলেটে দুই লাখ ৮১ হাজার ৯৭৯ জন। শনিবার (৩ এপ্রিল) বিকাল সাড়ে ৫টা পর্যন্ত টিকার জন্য সারা দেশে নিবন্ধন করেছেন মোট ৬৮ লাখ ৮৪ হাজার ৮২৮ জন।
এমকে