সোমবার থেকে লকডাউন

০৪ এপ্রিল ২০২১

 

উদ্ভুদ করোনা পরিস্থিতিতে সোমবার (৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য সারাদেশ লকডাউনে থাকবে। শনিবার (৩ এপ্রিল) ভার্চুয়াল ব্রিফিংয়ে এমনটাই বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে একইদিন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, করোনা সংক্রমণ রোধ করতে সরকার ২-৩ দিনের মধ্যে এক সপ্তাহের জন্য লকডাউনের চিন্তা করছে।

লকডাউনকালে যাত্রীবাহী ট্রেন, লঞ্চ ও আভ্যন্তরীন রুটে বিমান চলাচল বন্ধ থাকবে বলে শোনা যাচ্ছে।জরুরি সেবা দেয় এমন প্রতিষ্ঠান খোলা থাকবে। এছাড়া শিল্প কল-কারখানাও খোলা থাকবে। শ্রমিকরা স্বাস্থ্যবিধি মেনে এবং বিভিন্ন শিফটিংয়ের মাধ্যমে কাজ করতে পারবেন কর্মস্থলে।

 

 

এমকে


মন্তব্য
জেলার খবর