মন্তব্য
উদ্ভুদ করোনা পরিস্থিতিতে সোমবার (৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য সারাদেশ লকডাউনে থাকবে। শনিবার (৩ এপ্রিল) ভার্চুয়াল ব্রিফিংয়ে এমনটাই বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে একইদিন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, করোনা সংক্রমণ রোধ করতে সরকার ২-৩ দিনের মধ্যে এক সপ্তাহের জন্য লকডাউনের চিন্তা করছে।
লকডাউনকালে যাত্রীবাহী ট্রেন, লঞ্চ ও আভ্যন্তরীন রুটে বিমান চলাচল বন্ধ থাকবে বলে শোনা যাচ্ছে।জরুরি সেবা দেয় এমন প্রতিষ্ঠান খোলা থাকবে। এছাড়া শিল্প কল-কারখানাও খোলা থাকবে। শ্রমিকরা স্বাস্থ্যবিধি মেনে এবং বিভিন্ন শিফটিংয়ের মাধ্যমে কাজ করতে পারবেন কর্মস্থলে।
এমকে