আগামী সোমবার থেকে দেশে এক সপ্তাহের জন্য লকডাউন শুরু হবে- শনিবার প্রেস ব্রিফিংকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমন কথা বলার পরপরই সারা দেশে বিশেষত রাজধানীতে শুরু হযেছে প্যানিক বায়িং বা আতঙ্কের কেনাকাটা। নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে বাজারে ভিড় করছেন ক্রেতারা, এদের কেউ কেউ বাড়তি পরিমাণ পণ্য কিনছেন মজুদ রাখতে।
ব্যবসায়ীরা জানান, নিত্য প্রয়োজনীয় পণ্যের মধ্যে চাল, ডাল, তেল, পেঁয়াজ ও আলুই বেশি কিনছেন বেশির ভাগ মানুষ। দুপুর বেলায় সাধারণত এমন ভিড় না থাকলেও লকডাউনের কথা শুনেই ক্রেতারা বাজারে আসছেন। ক্রেতা ও বিক্রেতাদের একটা অংশ বলছেন, সামনের সপ্তাহ থেকে রোজা, অনেকেই পুরো মাসের ও রোজার বাজার একসঙ্গে করছেন। তাই ক্রেতা কিছুটা বেশি। ক্রেতারা জানিয়েছেন, লকডাউন কত দিন থাকে, বলা যায় না। লকডাউনের সময়ে বাজারে যত কম আসা যায়, ততই ভালো। তাই প্রয়োজনীয় কেনা-কাটা সারছেন তারা।
এমকে