পাহাড়সম সংগ্রহের পরও পরাস্ত ঢাকা

২৩ জানুয়ারী ২০২২

খুলনা টাইগার্সকে ১৮৩ রানের বিশাল টার্গেট দিয়েও পারল না তামিম ইকবালের মিনিস্টার ঢাকা। বিগ ম্যাচে মিনিস্টার গ্রুপ ঢাকার ছুঁড়ে দেয়া ১৮৩ রানের বড় টার্গেট তাড়া করে ৫ উইকেটের জয় পায় খুলনা টাইগার্স।

 

প্রথমে ব্যাট করতে নেমে তামিম ইকবাল-মোহাম্মদ শেহজাদদের ব্যাটিং নৈপূণ্যে ২০ ওভারে ১৮৩ রানের দাপুটে সংগ্রহ পায় ঢাকা। উদ্বোধনী জুটিতে ৬৯ রানের জুটি পায় ঢাকা। মোহাম্মদ শেহজাদ ৪২ রান এবং তামিম ইকবাল হাফসেঞ্চুরি হাঁকিয়ে সাজঘরে ফেরেন। এ রান করতে গিয়ে ৬ উইকেট হারায় তারা।

 

অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটও হেসেছে। ২০ বলে ৩৯ রানের ঝড়ো ইনিংস খেলেছেন তিনি। ৪ ওভারে ৪৫ রানে ৩ উইকেট নেন খুলনার কামরুল হাসান রাব্বী। এক উইকেট পান থিসারা পেরেরা।

 

 

জবাবে ব্যাট করতে নেমে লক্ষ্যে পৌঁছাতে একটুও বেগ পেতে হয়নি খুলনাকে। এক ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছায়। তবে বাজেভাবে হয়। দলীয় ৮ রানের মাথায় ফেরেন ওপেনার তানজিদ হাসান। কিন্তু ঘুরে দাঁড়াতে সময় নেয়নি খুলনা।

 

ওয়ান ডাউনে নেমে আন্দ্রে ফ্লেচারের সঙ্গে ৭২ রানের জুটি গড়েন রনি তালুকদার। ফ্লেচার ২৩ বলে ৪৫ রান করে আউট হন। আর রনি খেলেন ম্যাচসেরা ইনিংস। ৪২ বলে ৭ চার ও ১ ছক্কায় ৬১ রান করেন তিনি। এরপর থিসারা পেরেরা অপরাজিত ৩৬ রানে দলকে পৌঁছে দেন জয়ের বন্দরে।

 

ঢাকার আন্দ্রে রাসেল ও ইবাদত হোসেন দুটি করে উইকেট নেন। একটি উইকেট নেন শুভাগত হোম।

 

আরআই


মন্তব্য
জেলার খবর