লকডাউনকালে অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ

০৪ এপ্রিল ২০২১

দেশে লকডাউনকালে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক
বিমান চলাচল কর্তৃপক্ষ। তবে আন্তর্জাতিক রুটে নিয়মিতই চলাচল করবে বিমান। শনিবার (৩
এপ্রিল) রাতে এই তথ্য জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বেবিচক চেয়ারম্যান এয়ার-ভাইস মার্শাল মো. মফিদুর রহমান জানান, লকডাউন সংক্রান্ত
নির্দেশনা মেনেই এই সিদ্ধান্ত হয়েছে। এদিকে লকডাউনের আগেই বেবিচক করোনা সংক্রমণের
ঝূঁকিপূর্ণ দেশগুলো থেকে যাত্রী পরিবহন বন্ধ করেছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন
জানিয়েছেন, করোনার সংক্রমণ রোধে আগামী দুই-একদিনের মধ্যে এক সপ্তাহের জন্য সারা দেশে
লকডাউন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার । অন্যদিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল
কাদের জানিয়েছে, করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় সোমবার (৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের
জন্য সারাদেশে লকডাউন দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে সরকার।
এমকে


মন্তব্য
জেলার খবর