ভারতের বিশ্বকাপ জয়ের দল গড়েছিলেন গাঙ্গুলি

০৪ এপ্রিল ২০২১

ভারতীয় দলের অন্যতম সেরা অধিনায়ক হিসেবে নাম নিলে ওপরের দিকেই আসে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম। বর্তমানে ভারতীয় বোর্ডের সভাপতিও তিনি। তার দেখানো পথেই এগিয়ে চলেছেন বিরাট কোহলীরা। অধিনায়ক হিসেবে ২০০৩ বিশ্বকাপে দলকে ফাইনালে নিয়ে যান তিনি। তবে জিততে পারেননি। তবে প্রজ্ঞান ওঝার মতে ২০১১ বিশ্বকাপ দলের পিছনেও সৌরভ ছিলেন।

সৌরভ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ২০০৮ সালে। শেষ একদিনের ম্যাচে খেলেছিলেন ২০০৭ সালে। তার পরেও সৌরভ কীভাবে জড়িয়ে গেলেন ২০১১ বিশ্বকাপ জয়ের সঙ্গে?

ভারতীয় দলের প্রাক্তন বাঁহাতি স্পিনার বলেন, “ধোনির বিশ্বকাপ জয়ী দলে একাধিক ক্রিকেটার ছিল, যারা সৌরভের হাতে তৈরি। যুবরাজ সিংহ, হরভজন সিংহ, বীরেন্দ্র সেহবাগ, জাহির খানদের সৌরভই তুলে নিয়ে এসেছিলেন।”

তিনি আরো বলে, “অবসরের পরেও যে দলের জয়ে অবদান রেখেছিল, সে সৌরভ গঙ্গোপাধ্যায়। ৫-৬ জন ক্রিকেটার ছিল ওই দলে যাদের তিনি তৈরি করেন।”

 


মন্তব্য
জেলার খবর