শচিনের সুস্থতা কামনায় আফ্রিদির টুইট

০৪ এপ্রিল ২০২১

শচিন টেন্ডুলকার কিছু দিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। শুক্রবার হাসপাতালে ভর্তিও হয়েছেন। সে খবর টুইট করে নিজেই জানিয়েছিলেন। এবার তার সুস্থতা কামনা করে টুইট করলেন শাহিদ আফ্রিদি।

 

ওই টুইটে আফ্রিদি লেখেন, ‘দ্রুত সুস্থ হয়ে ওঠো কিংবদন্তি। কোনো সন্দেহ নেই তুমি শক্তিশালী হয়ে ফিরে আসবে। আশাকরি খুব কম দিনের জন্য হাসপাতালে থাকবে, আরও কম দিনে স্বাভাবিক হয়ে উঠবে’। ক্রিকেটের মাঠে বহুবার মুখোমুখি হয়েছেন ২ দেশের এই দুই মহারথী।

 

বিশ্ব সড়ক সুরক্ষা সিরিজে খেলেছিলেন শচিন। সেখান থেকে ফেরার পর করোনা আক্রান্ত হন। সেই সিরিজে খেলা ইরফান পাঠান, ইউসুফ পাঠান ও বদ্রিনাথও করোনা আক্রান্ত হয়েছেন। তবে তারা আপাতত বাড়িতেই রয়েছেন। শুক্রবার হাসপাতালে ভর্তি হন শচিন।

 


মন্তব্য
জেলার খবর