ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপএল) চলার সময় অন্য কোনো আন্তর্জাতিক কিকেট রাখা নেই বলে মন্তব্য করেছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার কেভিন পিটারসন। ক্রিকেটারদের দেখে তার এমন ভাবনা মাথায় এসেছে বলে জানান তিনি।
আগামী ২ জুন ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ খেলবে ইংল্যান্ড। এবারের আইপিএলে ১৪ জন ইংরেজ ক্রিকেটার রয়েছেন, যাদের অনেকেই বিভিন্ন ফরম্যাটে জাতীয় দলের সদস্য। ফলে তাদের আইপিএল দল নক-আউট পর্বে উঠলে, হয় সেই ম্যাচে তাদের খেলা হবে না অথবা জাতীয় দলের দায়িত্ব ছাড়তে হবে।
ইসিবি-র কর্তা অ্যাশলে জাইলস যদিও আগেই বলেছেন যে ক্রিকেটারদের ফেরার ব্যাপারে কোনও জোরাজুরি তারা করবেন না। সেই প্রেক্ষিতেই পিটারসেনের টুইট, “ক্রিকেট বোর্ডগুলিকে বুঝতে হবে আইপিএল সব থেকে বড় শো। তাই এই প্রতিযোগিতা চলার সময় কোনো আন্তর্জাতিক ম্যাচ রাখা উচিত নয়। খুব সহজ ব্যাপার এটা।”