বাইশ গজের লড়াইয়ে একে অপরের বিপরীতে প্রাণপণ লড়েন দুজনই। আবার দুজনেই মাঠের বাইরে বেশ প্রাণ খোলা। একজন রোহিত শর্মা। অন্যজন ডেভিড ওয়ার্নার। অজি ব্যাটসম্যান আবার মাঝেমধ্যেই নেটমাধ্যমে মজার ভিডিও শেয়ার করে থাকেন।
তবে এবার যে তার সেই ভিডিও দেখে রোহিত ‘স্লেজিং’ করে বসবেন সেটা হয়তো ওয়ার্নার স্বপ্নেও ভাবতে পারেননি।
সানরাইজার্স হায়দরাবাদে যোগ দিয়ে দলের অধিনায়ক ওয়ার্নার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, “ভারতে এসে গেছি। সাতদিনের কোয়ারেন্টিন শেষে মাঠেও নেমে পড়ব। কিন্তু সমস্যা হলো কীভাবে আগামী কয়েকটা দিন কাটাব? কেউ দয়াকরে পরামর্শ দিন।”
সেই ভিডিও বার্তায় ওয়ার্নার আরও বলেছেন, “সবাই কেমন আছেন? চেন্নাই পৌঁছে টানা ঘুম দিয়েছি। কিন্তু প্রশ্ন হলো এরপর কয়েকটা দিন কাটানোর জন্য কী করতে হবে? নেটফ্লিক্স দেখব না বোকা বোকা কাজ করব? দয়াকরে পরামর্শ দিন।”
রোহিত হয়তো ওয়ার্নারের এই পোস্টের অপেক্ষায় বসে ছিলেন। অজি ক্রিকেটারের ভিডিও দেখতেই লিখলেন, “তুমি মনে হয় টিক টককে মিস করছ!”