এবারের আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে প্রথম দুটি ম্যাচ খেলতে পারবেন না মুস্তাফিজুর রহমান। যদিও বাংলাদেশের পেসার এখনও দলের সঙ্গেই রয়েছেন।
গত ১ এপ্রিল নিউজিল্যান্ড সফর শেষ হয়েছে বাংলাদেশের। ক্রিকেটাররা শনিবার রাতে দেশে ফিরেছেন। তবে মোস্তাফিজ দলের সঙ্গে আসবেন না। তিনি নিউজিল্যান্ড থেকে সরাসরি দেশে পা দেবেন বলে জানা গেছে। বাধ্যতামূলক কোয়ারেন্টাইন কাটিয়ে ১২ এপ্রিল পঞ্জাব কিংসের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলা কার্যত অসম্ভব। ফলে প্রথম ম্যাচ থেকে একরকম ছিটকেই গেছেন তিনি।
সংশয় রয়েছে দ্বিতীয় ম্যাচ ঘিরেও। যদি কোয়ারেন্টাইনে কোনও সমস্যা হয় বা ফলাফল পজিটিভ আসে, সে ক্ষেত্রে আরও কিছুদিন কোয়ারেন্টাইনে থাকতে হতে পারে তাকে।
গত সপ্তাহেই আইপিএল খেলার জন্য মুস্তাফিজুরকে এনওসি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর আগে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলার পর এবার ১ কোটি টাকায় যোগ দিয়েছেন রাজস্থান রয়্যালসে।