লড়াই করে হারল সিলেট

২৩ জানুয়ারী ২০২২

সিলেট সানরাইজার্সের বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। সিলেটের দেয়া ৯৬ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে নিতান্ত ঘাম ছুটেছে তারকায় ঠাসা কুমিল্লার। ৮ বল বাকী থাকতে ২ উইকেটের জয় পায় কুমিল্লা। ম্যাচসেরা হয়েছেন কুমিল্লার নাহিদুল ইসলাম।

 

মিরপুর শে-র-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে সিলেটকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস। মোস্তাফিজুর রহমান, নাহিদুল ইসলামের দাপুটে বোলিংয়ে ১৯.১ ওভারেই অল আউট হয় সিলেট।

 

সিলেটের ব্যাটিং লাইনআপে প্রথম আঘাতটা করেন নাহিদুল ইসলাম। ব্যক্তিগত ৩ রানে উইকেটের পেছনে মাহিদুল ইসলাম অঙ্কনের তালুবন্দি হয়ে ফেরেন এনামুল হক। দলীয় ৩৩ রানে দ্বিতীয় উইকেট হারায় সিলেট। সর্বোচ্চ ২০ রান করে শহিদুল ইসলামের উইকেটে পরিণত হন কলিন ইনগ্রাম। রবি বোপারা ১৭, সোহাগ গাজী ১২ রান করেন। এছাড়া কোনো ব্যাটারই ছুঁতে পারেননি দুই অঙ্কের কোঠা।

 

কুমিল্লার মোস্তাফিজুর রহমান, নাহিদুল ইসলাম ও শহীদুল ইসলাম ২টি করে উইকেট নেন। একটি করে উইকেট পান তানভির ইসলাম ও মুমিনুল হক।

 

জাবাবে ব্যাট করতে নেমে কুমিল্লাও সুবিধা করে উঠতে পারেনি। দলীয় ১৩ রানে ফাফ ডু প্লেসিকে (২) হারায় কুমিল্লা ভিক্টোরিয়ানস। আরেক ওপেনার ক্যামেরন ডেলপোর্টের ব্যাট থেকে আসে ১৯ বলে ১৬ রান। মুমিনুল হক ১৫ ও অধিনায়ক ইমরুল কায়েস করেন ১০ রান। আরিফুল হকের (৪) বিদায়ে দলীয় ৫৫ রানেই ৫ উইকেট খোয়ায় কুমিল্লা। এরপর করিম জানাতকে নিয়ে জুটি গড়েন নাহিদুল ইসলাম।

 

দলীয় ৮২ রানে আউট হন করিম। ১৩ বলে দলের পক্ষে সর্বোচ্চ ১৮ রান করেন এই আফগান ক্রিকেটার। তবে ৬ রানের ব্যবধানে নাহিদুল (১৬) ও শহীদুল ইসলামের (১) বিদায়ে হারের শঙ্কা জাগে ভিক্টোরিয়ানস শিবিরে। উইকেটরক্ষক মাহিদুল ইসলাম অঙ্কান ১৪ বলে ৯ এবং তানভীর ইসলামের ৬ বলে ৩ রানে শেষ পর্যন্ত কষ্টার্জিত জয় পায় কুমিল্লা।

 

সিলেটের স্পিনার নাজমুল ইসলাম অপু নেন ৩ উইকেট। অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত ও সোহাগ গাজী ২টি করে উইকেট নেন।  তাসকিন আহমেদ নেন একটি উইকেট।

 

 

আরআই


মন্তব্য
জেলার খবর