সালমানের কাছ থেকে শিক্ষণীয় কিছুই পাইনি : সোমি

০৫ এপ্রিল ২০২১

নব্বই দশকে সালমান-সোমি আলির প্রেম-গুঞ্জন সবার জানা। জুমটিভির সঙ্গে সাম্প্রতিক এক ইন্টারভিউতে সালমানের সঙ্গে সম্পর্ক ভাঙন নিয়ে কথা বলেন সোমি। 

সোমি বলেন, ‘সালমানের সঙ্গে অনেক কারণেই আমার সম্পর্ক আর এগিয়ে যায়নি। তা ভালোভাবে শেষ হওয়ার ক্ষেত্রে আমি কৃতিত্ব জানাই সালমানের মা-বাবাকে।

আমার এটা বলতে দ্বিধা নেই সালমানের কাছ থেকে শিক্ষণীয় কিছুই পাইনি।’


মন্তব্য
জেলার খবর