ফের সিডন্সকে আমন্ত্রণ জানালো বিসিবি

২৩ জানুয়ারী ২০২২

ব্যাটিং পরামর্শক হিসেবে আগামী দুই বছরের জন্য জিমি সিডন্সের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশে আসার জন্য ভিসা হাতে পেয়েছেন তিনি। দ্বিতীয় দফাতেও বাংলাদেশে দারুণ সময় কাটবে এমনটাই প্রত্যাশা করছেন তিনি। তবে কোন ধরণের দায়িত্ব তাকে পালন করতে হবে তাকে সে বিষয়ে পরিষ্কার কোনো ধারণা নেই তার।

 

সিডন্স বলেন, ‘আমি জাতীয় দলের ব্যাটারদের সঙ্গে কাজ করবো। পাশাপাশি তরুণ ব্যাটারদের নিয়েও কাজ করবো। আমি শতভাগ নিশ্চিত নই আমার সিংহভাগ সময় কাদের সঙ্গে কাটবে। তবে এটি নিশ্চিত প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে কাজ করবো।’

 

সিডন্স বলেন, ‘যেমনটা বললাম, আজকে আমি ভিসা পেয়ে গেছি। এই মাসের শেষদিকের টিকিট করবো। আশা করছি ফেব্রুয়ারির ১ তারিখ থেকেই কাজ শুরু করতে পারবো। বাংলাদেশে আগেও কাজ করেছি। তখন দারুণ সময় কেটেছে। এবারও ভালো হবে আশা করছি।’

 

২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব পালন করেন সিডন্স। তার কোচিং যুগে ১৯ টেস্টে ২টি জয়, ১৬টি হার ও ১টি ড্র করে বাংলাদেশ। অনেকটা সফলই বলা যায় তাকে।

 

 

আরআই


মন্তব্য
জেলার খবর