মন্তব্য
দীর্ঘ ৪ মাস পর আবার নিউইয়র্কে গাইলেন দেশসেরা ফোক শিল্পী হিসেবে চ্যানেল আই মিউজিক এ্যাওয়ার্ড পাওয়া জনপ্রিয় কণ্ঠশিল্পী সায়েরা রেজা।
গত ৩ এপ্রিল সন্ধ্যায় নিউইয়র্কের কুইন্স প্যালেস অডিটরিয়ামে “ভারসেটাইল মিউজিক নাইটে” সঙ্গীত পরিবেশন করেন তিনি।
শেষবার যুক্তরাষ্ট্রে সায়েরার একক শো হয়েছিল ২০২০ সালের নভেম্বরে।