করোনা: ২৪ ঘণ্টায় শনাক্ত ৭০৮৭, মৃত্যু ৫৩

০৫ এপ্রিল ২০২১

গত ২৪ ঘণ্টায় দেশে  সাত হাজার ৮৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন করোনা আক্রান্ত ৫৩ জন, করোনা থেকে সুস্থ হয়েছেন দুই হাজার ৭০৭ জন। রোববার (৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর  সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত ছয় লাখ ৩৭ হাজার ৩৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন  ৯ হাজার ২৬৬ জন, সুস্থ হয়েছেন পাঁচ লাখ ৫২ হাজার ৪৮২ জন। এখন পর্যন্ত করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৪৭ লাখ ৮৩ হাজার ৩৮৫টি। শনাক্তের হার ১৩ দশমিক ৩২।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহ হয় ৩১ হাজার ৪৯৩টি,পরীক্ষা হয় ৩০ হাজার ৭২৪টি। শনাক্তের হার ২৩ দশমিক শূন্য সাত।মারা যাওয়া ৫৩ জনের মধ্যে পুরুষ ৪৫ জন,নারী আট জন।তাদের মধ্যে বিভাগভিত্তিক ঢাকায়  ৩৭ জন, চট্টগ্রামে ৯ জন, রাজশাহীতে একজন এবং রংপুর ও ময়মনসিংহে  তিন জন করে আছেন।হাসপাতালে ৫২ জন এবং বাড়িতে একজন মারা গেছেন।

 

এমকে


মন্তব্য
জেলার খবর