ইনজুরি থেকে ফিরেই লাল কার্ডের ফাঁদে নেইমার

০৫ এপ্রিল ২০২১

লিলির কাছে স্বাগতিক প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ১-০ গোলে হেরে গেছে। ক্লাবটির হারের দিনে একই ম্যাচ দুটি হলুদ কার্ড পেয়ে ম্যাচ থেকে ছিটকে গেলেন নেইমার।
এদিকে এ জয়ের ফলে লিগ ওয়ানের গুরুত্বপূর্ণ ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট নিজেদের করে নিল লিলি। পাশাপাশি টেবিলের শীর্ষে উঠে এলো দলটি। জয়সূচক একমাত্র গোলটি করেন কানাডিয়ান স্ট্রাইকার জোনাথন ডেভিড পার্ক ডি প্রিন্সেস। ম্যাচের ২০তম মিনিটে জয়সূচক গোলটি করেন তিনি।
দীর্ঘ প্রায় ২৫ বছর পর প্রথমবারের মতো পিএসজিকে প্যারিসে পরাজিত করার কৃতিত্ব দেখালো লিলি। ৯০ মিনিটে নেইমার ও লিলি ডিফেন্ডার টিয়াগো ডালো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ত্যাগ করেন। এই জয়ে প্রায় এক দশক পরে প্রথমবারের মত লিগ ওয়ানের শিরোপা জয়ে আরো একধাপ এগিয়ে গেল লিলি। 


মন্তব্য
জেলার খবর