মিলান ও জুভেন্টাসের ড্র

০৫ এপ্রিল ২০২১

নরওয়েজিয়ান মিডফিল্ডার জেন্স পিটার হগের শেষ মুহূর্তের গোলে ঘরের মাঠ সান সিরোতে কোনোমতে ১-১ গোলে ড্র করে হারের লজ্জা থেকে রক্ষা পেয়েছে এসি মিলান। এর ফলে ঘরের মাঠে মিলানের বাজে ফর্মের ধারা অব্যাহতই থাকলো।
অথচ ৫৯ মিনিটে পর্তুগীজ মিডফিল্ডার আদ্রিয়েন সিলভা দ্বিতীয় হলুদ কার্ডের কারণে মাঠ ত্যাগ করলে বাকি সময়টা ১০ জন নিয়েই খেলতে হয়েছে সাম্পদোরিয়াকে। এই ড্রয়ে জুভেন্টাসের থেকে পাঁচ পয়েন্ট এগিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থাকলো এসি মিলান।

&dquote;&dquote;
এদিকে তুরিন ডার্বিতে জিততে পারেনি বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাসও। তোরিনোর এ্যাওয়ে ম্যাচে ফেডেরিকো চিয়েসার গোলে ১৩ মিনিটে এগিয়ে গিয়েছিল জুভেন্টাস। এরপর ২৭ ও ৪৬ মিনিটে প্যারাগুয়ের এ্যাটাকার এন্টোনিও সানাব্রিয়ার দুই গোলে এগিয়ে যায় তোরিনো। ৭৯ মিনিটে গিওর্গিনি চিয়েলিনির এ্যাসিস্টে জুভেন্টাসকে এক পয়েন্ট উপহার দেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। তুরিন ডার্বিতে ড্র করায় শীর্ষ দলগুলোর থেকে পয়েন্টে ব্যবধান কমাতে পারেনি বর্তমান চ্যাম্পিয়নরা। আন্তর্জাতিক বিরতিতে যাবার আগে তারা যে অবস্থানে ছিলে সেই চতুর্থ স্থানই ধরে রেখেছে।


মন্তব্য
জেলার খবর