ওয়েস্ট ব্রুমের কাছে ৫-২ গোলে হারল চেলসি

০৫ এপ্রিল ২০২১

প্রিমিয়ার লিগে জয়ের দেখা পেলনা চেলসি। উল্টো পয়েন্ট তালিকায় তলানির দ্বিতীয় দল ওয়েস্ট ব্রুমের কাছে ৫-২ গোলে বিধ্বস্ত হয়েছে ব্লুজরা। এই পরাজয়ের মাধ্যমে ম্যানেজার হিসেবে থমাস টাচেলও প্রথম হারের তিক্ত স্বাদ পেলেন।
স্টামফোর্ড ব্রিজের ম্যাচের মাত্র ২৯ মিনিটেই থিয়াগো সিলভার লাল কার্ডের পুরো ফায়দা লুটে বড় জয় ছিনিয়ে নিয়েছে সফরকারী ওয়েস্ট ব্রুম। 
ম্যাচের ২৭তম মিনিটে ক্রিস্টিয়ান পুলিসিচের গোলে চেলসিই এগিয়ে ছিল। মার্কো আলোনসোর ২৫ গজ দূরের র্ফ্রি-কিক পোস্টে লেগে ফেরত আসলে ফিরতি বলে চেলসিকে এগিয়ে দেন পুলিসিচ। এর পরপরই ওকে ইকুসলুকে জোড়া ফাউলের অপরাধে দ্বিতীয় হলুদ কার্ডের কারণে ব্রাজিলিয়ান ডিফেন্ডার সিলভা মাঠ ছেড়ে চলে গেলে পুরো ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ওয়েস্ট ব্রুম। 
প্রথমার্ধের স্টপেজ টাইমে দুই মিনিটের মধ্যে ম্যাথিয়াস পেরেইরা একাই দুই গোল করলে এগিয়ে যায় সফরকারীরা। গোলরক্ষক জনস্টোনের লম্বা কিক থেকে কার্ট জুমা বল ধরতে ব্যর্থ হলে পেরেইরা সহজেই তার থেকে লব করে এগিয়ে আসা এডুয়ার্ড মেন্ডিকে পরাস্ত করেন। দুই মিনিট পর চেলসি রক্ষণভাগকে ফাঁকি দিয়ে ঠাণ্ডা মাথায় মাত্র ১০ গজ দূর থেকে মেন্ডিকে কাটিয়ে বল জালে জড়ান পেরেইরা। জেমসের ক্রস থেকে চেলসি প্রায় সমতা ফিরিয়ে এনেছিল। কিন্তু মার্কোস আলোনসোর শট পোস্টে লেগে ফেরত আসে।
৬৩ মিনিটে আরো পিছিয়ে পড়ে চেলসি। ডারনেল ফুরলংয়ের ক্রস থেকে রবিনসন দুর্দান্ত ভলিতে মেন্ডিকে পরাস্ত করেন। পাঁচ মিনিট পর অনেকটাই বিধ্¦স্ত চেলসির ওপর আবারো চেপে বসে ওয়েস্ট ব্রুম। ডিয়াগনের গোলে এবার ব্যবধান বেড়ে দাঁড়ায় ৪-১। ৭১ মিনিটে টিমো ওয়ার্নারের পাস থেকে পোস্টের খুব কাছে থেকে ব্যবধান কমান ম্যাসন মাউন্ট। কিন্তু স্টপেজ টাইমে রবিনসনের দারুণ ফিনিশিংয়ে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে ওয়েস্ট ব্রুম।


মন্তব্য
জেলার খবর