৩৪ বছর অপেক্ষার অবসান সোসিয়েদাদের

০৫ এপ্রিল ২০২১

দীর্ঘ ৩৪ বছর পর কোপা দেল’রের শিরোপা ঘরে তুলল সোসিয়েদাদ। সেভিয়ার লা কারতুহা স্টেডিয়ামে এদিন রাতে কোপা দেল’রের ফাইনালে অ্যাথলেটিক বিলবাওকে ১-০ গোলে হারায় দলটি। দলের হয়ে একমাত্র গোলটি করেন মিকেল ওইয়ারসাবাল। 
এর আগে ১৯৮৬-৮৭ মৌসুমে স্পেনের দ্বিতীয় সেরা এই প্রতিযোগিতাতেই চ্যাম্পিয়ন হয়েছিল তারা। ২০০৯-১০ মৌসুমে অবশ্য ‘বি’ লিগে সেরা হয়েছিল সোসিয়েদাদ, তবে তা মেজর কোনো শিরোপা নয়। এই প্রতিযোগিতায় সোসিয়েদাদের এটি তৃতীয় শিরোপা। প্রথমবার তারা ট্রফিটি জিতেছিল ১৯০৯ সালে।   


মন্তব্য
জেলার খবর