'আমরা পারতাম, কিন্তু আমাদের দ্বারা হয়নি'

০৫ এপ্রিল ২০২১

৪০ দিনের নিউজিল্যান্ড সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ। এ সফরে কিউইদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্ট ম্যাচ খেলেছে টাইগাররা। তবে দুই ফরমেটের কোনো সিরিজেই জয়ের দেখা পায়নি তামিম-মাহমুদুল্লাহরা। টানা ৩২ ম্যাচ হেরেছে টাইগাররা। 
এবারের সফরে ব্যর্থতার কারণ হিসেবে অনেকেই ক্যাচ মিসকেই প্রধান করে দেখছেন। প্রতি ম্যাচেই অনেকগুলো করে ক্যাচ মিস করেছে টাইগাররা।
জটিল ক্যাচের সুযোগগুলো লুফে নেয়া তো দূরের কথা, সহজ অনেক ক্যাচও নিতে পারেননি ক্রিকেটাররা।
দেশে ফেরার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পিনার নাসুম আহমেদ দাবি করেছেন, নিউজিল্যান্ডের পরিষ্কার আকাশই নাকি ক্যাচ মিসের কারণ। তিনি বলেন, ‘দেড়-দুই মাস থাকলে আমাদেরও ফিল্ডিংয়ে উন্নতি হতো। কারণ, এক নম্বর, ওখানের আকাশ অনেক পরিষ্কার। আর দুই নম্বর, ওখানের আবহাওয়া আমাদের আবহাওয়ার মতো নয়। পুরোপুরি আলাদা। আমাদের একটু সময় লাগতো। হয়তোবা আমরা যদি ১৫ দিন বা আরেকটু ক্যাম্প করতে পারতাম, তাহলে আরেকটু ভালো হতো। ’
নাসুম আরো বলেন, বাংলাদেশ দলের জয়ের সামর্থ্য ছিল ঠিকই। কিন্তু তাদের দ্বারা সেটি করা সম্ভব হয়নি, ‘ব্যর্থতা বলতে... সত্য কথা বললে আমাদের দ্বারা হয় নাই। আমাদের একটা চিন্তা-ভাবনা ছিল যে আমরা ম্যাচ জিতব। কিন্তু হয়নি।
এজন্য এত কথা। তারপরও আমরা চেষ্টা করছি। আমাদের দ্বারা হয়নি। আমি প্রথমেই বললাম, আমরা পারতাম, আমাদের দ্বারা হয়নি। ’


মন্তব্য
জেলার খবর