বল প্রয়োগ না করে উদ্বুদ্ধকরণের মাধ্যমে দেশে করোনার সংক্রমণ রোধে জারি করা সরকারি নির্দেশনা বাস্তবায়নে কাজ করবে পুলিশ। এজন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন পুলিশ প্রধান বেনজির আহমেদ। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় পুলিশ সদর দপ্তর।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভিডিও কনফারেন্সের মাধ্যমে সব মেট্রোপলিটন, রেঞ্জ ও জেলা পুলিশ সুপারকে এই সংক্রান্ত নির্দেশনা দেন পুলিশ প্রধান।দায়িত্ব পালনকালে পুলিশ কর্মকর্তা ও বাহিনীর সদস্যদের যথাযথ স্বাস্থ্যবিধি মেনে দায়িত্ব পালন করতে বলেন পুলিশ মহাপরিদর্শক। বেনজীর আহমেদ বলেন, গত বছরের মতো এবারও খোলা বা উন্মুক্ত স্থানে বাজার বসার ব্যবস্থা করতে হবে। যেসব দোকানপাট খোলা থাকবে, সেখানে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে। বিদেশ থেকে কেউ এলে ১৪ দিন কোয়ারেন্টিন নিশ্চিত করতে হবে। জরুরি সেবা, শিল্প কারখানা এবং গার্মেন্টস খোলা থাকবে, গণপরিবহন বন্ধ থাকবে। পণ্য পরিবহনকারী যানবাহনের চলাচল স্বাভাবিক থাকবে। এসব বিষয়ে পুলিশকে উদ্যোগী ভূমিকা পালনে নির্দেশ দেন পুলিশ মহাপরিদর্শক।
এমকে