মন্তব্য
চেন্নাই সুপার কিংসের জার্সিতে রয়েছে মদ প্রস্তুতকারী সংস্থার লোগো। তাই সেই জার্সি পরতে আপত্তি জানিয়েছে মইন আলি। তিনি জার্সি থেকে মদের লোগো সরিয়ে ফেলার দাবি জানিয়েছে কর্তৃপক্ষকে। সে দাবি মেনেও নিয়েছে তারা।
৩৩ বছরের ইংরেজ অলরাউন্ডারকে ৭ কোটি টাকা দিয়ে দলে ভিড়িয়েছে মহেন্দ্র সিং ধোনির দল।
মইন বলেন, ‘যে ক্রিকেটাররা ধোনির দলে খেলেছে, তাদের থেকে জেনেছি কীভাবে সেই ক্রিকেটারদের খেলায় উন্নতি হয়েছে। একজন ভালো অধিনায়ক এটাই করে। আমার মনে হয় সব ক্রিকেটাররাই ধোনির নেতৃত্বে খেলতে চাইবে। ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় ও। ’