আ.লীগ অফিসে আগুন, যুবলীগের ৩ নেতা আহত

০৪ এপ্রিল ২০২১

চট্টগ্রাম সংবাদদাতা

কক্সবাজারের মহেশখালীতে আওয়ামী লীগের স্থানীয় কার্যালয়সহ বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আর চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়ও হেফাজত ও বিএনপি নেতাকর্মীদের হামলায় যুবলীগের স্থানীয় ৩ নেতা আহত হয়েছেন। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি রিসোর্টে এক নারীসহ হেফাজত ইসলামের নেতা মামুনুল হককে লাঞ্ছিত ইস্যুতে বের হওয়া হেফাজতের মিছিল থেকে এই হামলা চালানো হয়। ঘটনা শনিবার রাতের। এদিকে হামলা-ভাঙচুর ও মারটিটের ঘটনায় ৩শ’ জনের নামে মামলা করেছে পুলিশ। হেফাজতের ব্যানারে জামায়াত-বিএনপির লোকজন এই হামলা চালিয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আওয়ামী লীগ অফিস ভাংচুর ও অগ্নিসংযোগ ছাড়াও উপজেলা প্রশাসন ও থানা এলাকায় হামলা এবং কালারমার ছড়ার স্থানীয় এক যুবলীগ নেতার বাড়ি ভাংচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছোঁড়ে। পুলিশ সূত্রে জানা গেছে, লাঠি মিছিলটি বড় মহেশখালী থেকে উপজেলা সদরে আসে, মিছিলটি পৌর শহরের গোরকঘাটা বাজার থেকে সড়কের দুপাশে ভাঙচুর চালিয়ে উপজেলা পরিষদ এলাকায় যায়। এসময় মূলফটক বন্ধ পেয়ে সরকারি কার্যালয় লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন মিছিলকারীরা।

মহেশখালী থানার ওসি আব্দুল হাই বলেন, এই ঘটনায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তারেক রহমান জুয়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার সঙ্গে সম্পৃক্তদের শনাক্ত করে তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সাংসদ আশেক উল্লাহ রফিক বলেন, গভীর রাতে হঠাৎ করে এমন ন্যাক্কারজনক ঘটনা খুবই দুঃখজনক, বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী কঠোরভাবে দেখছেন। তিনি সবাইকে শান্ত থাকার পরামর্শ দেন।

এদিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়নে মিছিল হয়েছে। হেফাজতের কতিপয় লোকজনসহ বিএনপির স্থানীয় নেতারা এই মিছিল বের করেন। মিছিল থেকে স্থানীয় যুবলীগের নেতাকর্মীদের উপর হমলা করা হয়। এই সময় ৩ জন আহত হয়েছে বলে জানা গেছে।

 

ডিকেটি/এমকে


মন্তব্য
জেলার খবর