কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা
কুষ্টিয়ার কুমারখালীতে মাদক বিক্রি ও সেবনের দায়ে উল্কা নামের ২৫ বয়সী এক যুবতীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৫ এপ্রিল) দুপুরে এই আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারকি হাকিম ও কুমারখালী নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খান । জরিমানার টাকা অনাদায়ে আরো ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। উল্কা পৌরসভার খয়েরচারা মাঠাপাড়া এলাকার আব্দুল কুদ্দুসের কন্যা।
জানা গেছে, পৌরসভার শেরকান্দি পশুহাট সংলগ্ন আবুল কালামের পরিত্যক্ত টিনের ঘরে কয়েকজন মিলে বিক্রি ও মাদক সেবন করছিল উল্কা। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খান অভিযান পরিচালনা করেন সেখানে। এই সময় অন্যরা পালিয়ে গেলেও ধরা পড়ে উল্কা। ঘটনাস্থল থেকে মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়। জরিমানার টাকা পরিশোধ না করায় আরো ১৫ দিনের কারাদন্ডাদেশ দেওয়া হয়।
এমএস/এমকে