মন্তব্য
সম্প্রতি ফেসবুক লাইভে এক প্রশ্নের উত্তরে লাক্স তারকা ফারিয়া শাহরিন বলেন, ‘আমি এখনো মা–বাবার বাড়িতেই আছি। আমাদের কেবল আংটি বদল হয়েছে। এটাকে বলে এনগেজমেন্ট। বিয়ে মানে কবুল বলা, স্বামীর বাড়িতে যাওয়া, বিশাল দায়িত্ব। অনেকেই বিয়ে আর এনগেজমেন্টের পার্থক্য না বুঝেই কথা বলছেন।’
বাগদানের আগে চার বছর রায়ানের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন ফারিয়া শাহরিন। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার কথা থাকলেও করোনার কারণে আপাতত তা হচ্ছে না। আর এমন অবস্থায় আরও কিছুদিন ব্যাচেলর থাকতে চান এ অভিনেত্রী। বিয়ে নয়, এখন প্রেম চালিয়ে যেতে চান তিনি। দেশীয় একটি গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন ফারিয়া।