মন্তব্য
না ফেরার দেশে চলে গেছেন বর্ষীয়ান বলিউড অভিনেত্রী শশীকলা। রোববার মুম্বাইয়ের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে। শোক প্রকাশ করেছেন অনেক বলি তারকা।
এক শতাধিক সিনেমায় অভিনয় করেছেন শশীকলা। তাকে বলা হয় বলিউডের ‘গ্র্যান্ড মা’। নব্বই দশকে শাহরুখ-সালমান খানদের সঙ্গে রুপালি পর্দায় দেখা গেছে তাকে। ২০০১ সালে ‘কাভি খুশি কাভি গাম’ সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন এ অভিনেত্রী। এরপর অনেক হিট সিনেমায় মায়ের চরিত্রে দেখা গেছে শশীকলাকে।