মন্তব্য
সম্প্রতি মার্কিন মহাকাশ সংস্থা নাসা তাদের ওয়েবসাইটে তাইওয়ানকে দেশ হিসেবে উল্লেখ করেছে। এতে উত্তেজিত চীন।
তাইওয়ানের কূটনীতক ব্যাপারে বেইজিংয়ের মুখপাত্র ঝু ফেংলিয়ান জানান, তাইওয়ানকে দেশ হিসেবে উল্লেখ করে নাসা চীনের ১ দশমিক ৪ বিলিয়ন মানুষের অনুভূতিতে আঘাত করেছে। মহাকাশ গবেষণা সংস্থাটিকে তাদের ভুল অবিলম্বে শোধরাতে হবে। এটি অমার্জনীয় ভুল।
সম্প্রতি করোনাভাইরাসসহ বেশকিছু ইস্যুতে চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়েছে। এর মধ্যে নাসার কর্মকাণ্ডে বিব্রত চীন। তাইওয়ানকে দেশ হিসেবে উল্লেখ করায় সঙ্গে সঙ্গে এর প্রতিবাদও জানিয়েছে দেশটির সরকার।
এনডিটিভি ও ব্লুমবার্গ