বিয়ে ভেঙে দিলেন সাবা

০৬ এপ্রিল ২০২১

পাকিস্তানি অভিনেত্রী সাবা কমর জামান নিজের বিয়ে ভেঙে দিলেন। প্রেমিক আজিম খানের সঙ্গে বিচ্ছেদের খবর ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন সাবা।

ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘সবাইকে একটা গুরুত্বপূর্ণ খবর দেওয়ার আছে। অনেকগুলো ব্যক্তিগত কারণে আজিম খানের সঙ্গে সম্পর্ক থেকে বেরিয়ে এলাম। আমরা আর বিয়ে করছি না। আশা করি, আমার এই সিদ্ধান্তে আপনাদের পাশে পাব, যে রকম এর আগেও পেয়ে এসেছি।

তিক্ত সত্যি যত দ্রুত মেনে নেওয়া যায়, ততই ভালো। আমি আরও একটা বিষয় পরিষ্কার করে দিতে চাই, আজিমের সঙ্গে আমার কখনো দেখাই হয়নি। আমরা শুধু ফোনে কথা বলেছি। খুব কঠিন একটা সময়। তবে ইনশাআল্লাহ খুব দ্রুত এটা কাটিয়ে উঠতে পারব।’


মন্তব্য
জেলার খবর