করোনা: ২৪ ঘণ্টায় শনাক্ত ৭০৭৫, মৃত্যু ৫২

০৬ এপ্রিল ২০২১

গত ২৪ ঘণ্টায় দেশে সাত হাজার ৭৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন করোনা আক্রান্ত ৫২ জন। আর করোনা থেকে সুস্থ্য হয়েছেন দুই হাজার ৯৩২ জন।সোমবার (৫ এপ্রিল) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ছয় লাখ ৪৪ হাজার ৪৩৯ জনের। এর মধ্যে মারা গেছেন ৯ হাজার ৩১৮ জন, সুস্থ হয়েছেন পাঁচ লাখ ৫৫ হাজার ৪১৪ জন। এখন পর্যন্ত করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৪৮ লাখ ১৩ হাজার ৬২৪টি। শনাক্তের হার ১৩ দশমিক ৩৯।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহ করা হয় ৩১ হাজার ৯৭৯টি, পরীক্ষা করা হয ৩০ হাজার ২৩৯টি। শনাক্তের হার ২৩ দশমিক ৪০। মারা যাওয়া ৫২ জনের মধ্যে পুরুষ ৩৪ জন, নারী ১৮ জন। এদের মধ্যে বিভাগ ভিত্তিক ঢাকায় ৪০ জন, চট্টগ্রামে সাত জন ও রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুরে  আছেন একজন করে। হাসপাতালে ৫০ জন আর বাড়িতে দুই জন মারা গেছেন।

 

এমকে


মন্তব্য
জেলার খবর