এরদোয়ানকে ষাঁড় বলায় কারাগারে নারী সাংবাদিক

২৩ জানুয়ারী ২০২২

তুরস্কের আদালত এক নারী সাংবাদিককে কারাগারে পাঠিয়েছে। ওই সাংবাদিকের বিরুদ্ধে দেশটির প্রেসিডেন্ট তাইয়্যেপ এরদোয়ানকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ আনা হয়েছে। ওই সাংবাদিকের নাম সেদেফ কাবাস। শনিবার তাকে আটক করা হয়। আদালতে তোলা হলে তাকে কারাগারে পাঠানো নির্দেশ দেওয়া হয়। খবর বিবিসির।

 

 ‘টেলে-১’ চ্যানেলে সরাসরি সম্প্রচারিত এক অনুষ্ঠানে সেদেফ কাবাস এরদোয়ানকে উদ্দেশ করে বক্তব্য দেন। পরে প্রেসিডেন্টকে অবমাননা করার অভিযোগে তাকে আটক করা হয়। তবে সেদেফ কাবাস এ অভিযোগ অস্বীকার করেছেন।

 

অভিযোগ প্রমাণ হলে এক থেকে চার বছরের কারাদণ্ড হতে পারে ওই সাংবাদিকের। টেলিভিশনে বলা সেই বক্তব্য পরে আবার টুইটেও পোস্ট করেন তিনি। টুইটে লেখেন, ‘একটি বিখ্যাত প্রবাদ রয়েছে—রাজমুকুটধারীরা প্রজ্ঞাবান হন। কিন্তু আমরা দেখছি, এটা সত্য নয়। আসলে, ষাঁড় রাজপ্রাসাদে প্রবেশ করলেই রাজা হয়ে যায় না, রাজপ্রাসাদটিই বরং খামারে পরিণত হয়।’

 

প্রেসিডেন্ট এরদোয়ানের প্রধান মুখপাত্র ফাহরেত্তিন আলতুন এমন মন্তব্যকে ‘অবিবেচনাপ্রসূত’ বলে আখ্যায়িত করে টুইটারে বলেছেন, ‘একজন তথাকথিত সাংবাদিক নির্লজ্জভাবে একটি টেলিভিশনে আমাদের প্রেসিডেন্টকে নিয়ে যা-তা বলে যাচ্ছেন। এতে ঘৃণা ছড়ানো ছাড়া আর কোনো উদ্দেশ্য নেই।’

 


মন্তব্য
জেলার খবর