মন্তব্য
বসফরাস প্রণালীতে তুর্কি সরকারের একটি নতুন প্রকল্পের বিরোধীতা করে বিবৃতি দেয়ায় দেশটির নৌবাহিনীর ১০ জন সাবেক কর্মকর্তাকে আটক করা হয়েছে।
গত শুক্রবার তুরস্কের ১০৪ জন উচ্চপদস্থ অবসরপ্রাপ্ত নৌকর্মকর্তা এক বিবৃতি দেন। সেখানে তারা বলেন, ক্যানাল ইস্তাম্বুল নামের এই প্রকল্পের ফলে মন্ট্রিক্স কনভেনশন হুমকির মুখে পড়বে এবং বসফরাস ও দার্দানেলেস প্রণালীতে তুরস্কের একচ্ছত্র নিয়ন্ত্রণ কমে যেতে পারে।
সাবেক নৌকর্মকর্তাদের বিবৃতিকে বেসামরিক সরকারের প্রতি সরাসরি সামরিক চ্যালেঞ্জ হিসেবে দেখছে তুরস্ক। প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন বলেছেন, এই বিবৃতিতে সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য একটি সামরিক চক্রান্তের বৈশিষ্ট্য ছিল।
রয়টার্স ও আনাদোলু